ঢাকা, বুধবার   ১১ ডিসেম্বর ২০২৪

টেস্ট অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে দুই নম্বরে মিরাজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৭, ১১ ডিসেম্বর ২০২৪

টেস্ট অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে দুই নম্বরে উঠে এসেছেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ।  ২ ধাপ উন্নতি করে ২৮৪ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে উঠেছেন মিরাজ। 

বুধবার (১১ ডিসেম্বর) র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। 

আইসিসির হালনাগাদ করা সাপ্তাহিক র‍্যাঙ্কিংয়ে দেখা গেছে, টেস্টে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে দুইয়ে আছেন মিরাজ। ২৭ বছর বয়সী বাংলাদেশি অলরাউন্ডার এগিয়েছেন দুই ধাপ। তাঁর রেটিং পয়েন্ট ২৮৪। এর আগে টেস্ট ক্যারিয়ারে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে তিন নম্বর অবস্থান ছিল তাঁর সেরা র‍্যাঙ্কিং।

এই তালিকায় ৪১৫ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে ভারতের রবীন্দ্র জাদেজা। দুইয়ে মিরাজ, তিনে অশ্বিনের পর ২৬৩ রেটিং পয়েন্ট নিয়ে চারে রয়েছেন সাকিব আল হাসান। তিন ধাপ পিছিয়ে ২৬০ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বর অবস্থানে দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেন।

এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি