ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে অ্যান্ডারসন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৫, ২৩ আগস্ট ২০১৮

টেস্ট ক্রিকেটের বোলিং র‌্যাঙ্কিংয়ে শীর্ষ পদ দখলে নিয়েছেন জেমস অ্যান্ডারসন। দক্ষিণ আফ্রিকান ফার্স্ট বোলার রাবাদার চেয়ে ১৭ পয়েন্ট বেশি নিয়ে তিনি শীর্ষ বোলার নির্বাচিত হয়েছেন।

আইসিসির টেস্ট র‌্যাঙ্কিংয়ের তালিকা ঘেটে দেখা গেছে, অ্যান্ডারসনের রেটিং পয়েন্ট ৮৯৯ । অন্যদিকে দ্বিতীয় স্থানে রাবাদার পয়েন্ট ৮৮২ পয়েন্ট। তৃতীয় স্থানে জাদেজার পয়েন্ট ৮৪০। চতুর্থ স্থানে ভেরন ফিল্যান্ডারের পয়েন্ট ৮২৬। পঞ্চম স্থানে থাকা পেট কামিনসের পয়েন্ট ৫০০।

উল্লেখ্য, ভারত সিরিজেও ধারাবাহিকতা ধরা রেখেছেন অ্যান্ডারসন।

সূত্র: বিবিসি
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি