ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন রোহিত শর্মা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৭, ১২ ডিসেম্বর ২০২২

হাতে চোট পাওয়ায় বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।

রোহিতের বদলে স্কোয়াডে জায়গা পেয়েছেন অভিমন্যু ঈশ্বরন। চট্টগ্রামে প্রথম টেস্টে ভারতের অধিনায়কের দায়িত্ব সামলাবেন লোকেশ রাহুল। 

অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজা আর পেস মোহাম্মদ শামিও থাকছেন না সিরিজে। তাদের জায়গায় দলে এসেছেন নবদীপ সাইনি ও সৌরভ কুমার। 

এছাড়া টেস্ট স্কোয়াডে যুক্ত করা হয়েছে পেসার জয়দেব উনাদকাটকে। 

এদিকে, বিশ্রামের দিনেও নেটে দীর্ঘসময় অনুশীলন করেছেন মুশফিকুর রহিম। 

১৪ ডিসেম্বর জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি