ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

টেস্টে দারুণ মাইলফলক স্পর্শ হাসানের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪৩, ২৩ নভেম্বর ২০২৪ | আপডেট: ২১:৪৫, ২৩ নভেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

টেস্ট অভিষেকের বছরেই দারুণ এক অর্জন ধরা দিল ২৫ বছর বয়সী পেসার হাসান মাহমুদকে। এক ক্যালেন্ডার বছরে বাংলাদেশের হয়ে টেস্টে সবচেয়ে বেশি উইকেট শিকারি এখন হাসান। জশুয়া ডি সিলভাকে এলবিডব্লুর ফাঁদে ফেলেই দারুণ এই মাইলফলক স্পর্শ করেন এই পেসার।  

অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় দিনের প্রথম ঘণ্টায় এমন রেকর্ড গড়েন হাসান। টেস্টে ২০২৪ সালে হাসান মাহমুদ এখন পর্যন্ত ৮ ম্যাচে নিয়েছেন মোট ২৫ উইকেট। নির্দিষ্ট এক পঞ্জিকাবর্ষে বাংলাদেশ পেসারদের মধ্যে এটাই সর্বোচ্চ উইকেটের নতুন রেকর্ড। হাসান ভেঙেছেন ২০০৮ সালের শাহাদাৎ হোসেন রাজিবের রেকর্ড। ১৬ বছর আগে শাহাদাৎ হোসেন ৯ টেস্টে নিয়েছিলেন ২৩ উইকেট।

বিশ্বরেকর্ড গড়ার অবশ্য সুযোগ নেই হাসানের। কেননা, ১৯৮১ সালে ডেনিস লিলি ১৩ টেস্টে নিয়েছিলেন ৮৫ উইকেট, যেটা এখনো ছুঁতে পারেনি আর কোনো ক্রিকেটার।

গত মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে যাত্রা শুরুর পর আলজারির উইকেট পর্যন্ত চলতি বছর ১৩ ইনিংসে হাসানের শিকার ২৫টি।

এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি