ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

টোঙ্গায় ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৮, ১৬ জুন ২০২৩

দক্ষিণ প্রশান্ত মহাসাগরের টোঙ্গার ২৮০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে শক্তিশালী শুক্রবার (১৬ জুন) এ ভূমিকম্প আঘাত হানে।

এর উৎপত্তিস্থল ছিল মাটির ১৬৭.৪ কিলোমিটার গভীরে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরীপ সংস্থা (ইউএসজিএস) এ খবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের সুনামি সতর্ককরণ ব্যবস্থা জানিয়েছে, এ ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল, ব্রিটিশ কলাম্বিয়া বা আলাস্কায় কোনো ধরণের সুনামির হুমকি দেখা দেয়নি।

অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো জানিয়েছে, অস্ট্রেলিয়ায়ও কোনো সুনামির হুমকি নেই।

ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, ফিজি দ্বীপপুঞ্জের দক্ষিণাঞ্চলের কাছে ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

সূত্র: এনডিটিভি

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি