ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

ট্যালি সলিউশনের উদ্যোগে ‘এমএসএমই সম্মাননা’র মনোনয়ন শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৭, ৬ জুন ২০২৪

বিজনেস ম্যানেজমেন্ট সফটওয়্যার সরবরাহকারী আর্ন্তজাতিক প্রতিষ্ঠান ট্যালি সলিউশন চতুর্থবারের মতো তাদের ‘এমএসএমই সম্মাননা’ অনুষ্ঠানের মনোনয়ন পর্ব শুরু করেছে। 

বিশ্বব্যাপি এমএসএমই ইকোসিস্টেমে উল্লেখযোগ্য ভূমিকা পালনকারী উদীয়মান ব্যবসায়ী ও উদ্যোক্তাদের স্বীকৃতি প্রদান করার উদ্দেশ্যে বার্ষিক ভিত্তিতে এই ফ্ল্যাগশিপ অনুষ্ঠানটি আয়োজন করে ট্যালি সলিউশন।

আগামী ২৭ জুন, ২০২৪ আন্তর্জাতিক এমএসএমই দিবসে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্য (মেনা) এবং কেনিয়া থেকে বিভিন্ন অংশগ্রহণকারীদের সেখানে আমন্ত্রণ জানানো হবে। ব্যবসায়ী বা সংশ্লিষ্ট ব্যক্তিরা আগামী ১০ জুনের মধ্যে মনোনয়ন জমা দিতে পারবেন। বিস্তারিত জানতে https://tallysolutions.com ওয়েবসাইট ভিজিট করতে বলা হয়েছে। 

এই অনুষ্ঠানের মাধ্যমে তৃণমূল পর্যায়ের ক্ষুদ্র-মাঝারি উদ্যোক্তাদের কাজগুলোর পাশাপাশি এমএসএমই’র বৈচিত্র ও ইতিবাচক প্রভাব সবার সামনে তুলে ধরা হবে। এই বছর মেনা অঞ্চলে ৫ টি বিভাগে ‘এমএসএমই সম্মাননা’ অনুষ্ঠিত হবে। বিভাগগুলো হলো; বিজনেস মায়েস্ত্রো, ওয়ান্ডার উইমেন, চ্যাম্পিয়ন অব কজ, নিউজেন আইকন এবং টেক ট্রান্সফর্মার। 
 
প্রযুক্তি, এমএসএমই ও গণমাধ্যম ব্যক্তিত্বদের একটি প্যানেল মনোনয়ন প্রাপ্তদের মূল্যায়ন করবেন। বিভিন্ন কাজের মধ্য দিয়ে যারা অর্থনীতিতে ভূমিকা পালনকারীদের সম্মাননা প্রদানই এর অনুষ্ঠানের মূল লক্ষ্য।

/আআ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি