ট্রলি চাপায় জজ কোর্টের পেশকার নিহত
প্রকাশিত : ১৩:০৮, ২১ নভেম্বর ২০২১
মোমিনুল হক
মেহেরপুর-কুষ্টিয়া সড়কের চেংগাড়া বাসস্ট্যান্ডে ইট বোঝাই ট্রলি চাপায় জজ কোর্টের পেশকার মোমিনুল হক (৩২) নিহত হয়েছেন। মোটরসাইকেল উল্টে রাস্তায় পড়ে গেলে ইটভর্তি একটি ট্রলি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।
রোববার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। মোমিনুল হক গাংনী উপজেলার হোগলবাড়িয়া গ্রামের মৃত মরজুল হকের ছেলে।
মোমিনুল হক সাংবাদিকতা করতেন। পরে মেহেরপুর জজকোর্টে চাকরিতে যোগদান করেন।
স্থানীয়রা জানান, মোমিনুল হক বাড়ি থেকে মোটরসাইকেল যোগে মেহেরপুর জজকোর্টে যাচ্ছিলেন। চেংগাড়া নামক স্থানে মোটরসাইকেল উল্টে রাস্তায় পড়ে গেলে ইটভর্তি একটি ট্রলি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা মোমিনুলকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোমিনুল হককে চাপা দেওয়া ইট বোঝাই ট্রলিটিকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় রেজার পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
এএইচ/
আরও পড়ুন