ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৯:০৫, ১৪ জানুয়ারি ২০২৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১৩ জানুয়ারি) বিকাল ৩টার  দিকে আদমজী ইপিজেডের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন শুভ (২২) ও ইমন (২১)। তারা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১নং ওয়ার্ডের মুজিববাগ এলাকার বাসিন্দা। এতে রবিন নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

আহত রবিন জানান, তারা তিন বন্ধু মোটরসাইকেলে করে সোনামিয়া মার্কেট থেকে সিদ্ধিরগঞ্জ পুলের উদ্দেশে যাচ্ছিলেন। আদমজী ইপিজেডের সামনে পৌঁছালে অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে দুইজন পড়ে যান। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই শুভ ও ইমনের মৃত্যু হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ টিম ঘটনাস্থলে পাঠানো হয়। তবে তাদের পৌঁছানোর আগেই মৃত্যুর ঘটনা ঘটে।

থানার পরিদর্শক (অপারেশন) ওমর ফারুক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ট্রাকচালক আনোয়ার হোসেনকে (৪০) আটক করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি