ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কে সংযুক্ত হতে জমি অধিগ্রহণ শুরু

প্রকাশিত : ১০:৫০, ১৭ জুলাই ২০১৬ | আপডেট: ১০:৫০, ১৭ জুলাই ২০১৬

ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কে সংযুক্ত হতে চট্টগ্রাম থেকে দোহাজারী-কক্সবাজার-ঘুনধুম রেললাইন স্থাপনে জমি অধিগ্রহণ শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ১৮ হাজার ৩৪ কোটি টাকার এ প্রকল্পের কাজ শুরু হবে ২০১৮ সালে। এছাড়া কক্সবাজার বিমান বন্দরকে আর্ন্তজাতিক মানে উন্নীত করা হচ্ছে বলে জানিয়েছেন পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। আওয়ামীলীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার প্রথম মেয়াদে ক্ষমতায় আসার পর কক্সবাজার হয়ে মিয়ানমার সীমান্তবর্তী ঘুনধুম পর্যন্ত রেল লাইন স্থাপনের প্রক্রিয়া শুরু করে। একনেকে ১৮ হাজার ৩৪ কোটি ৪৮লাখ টাকার প্রকল্পটি অনুমোদন হয়। এর আওতায় দোহাজারি থেকে রামু হয়ে ঘুনধুম পর্যন্ত সিঙ্গেল লাইন ডুয়েল ট্র্যাক নির্মাণ এবং দু’ধাপে ১৩০ কিলোমিটার রেলপথ নির্মাণ করা হবে। নতুন এই রুটে সাতকানিয়া, লোহাগাড়া, ডুলহাজারা, চকরিয়া, ঈদগাও, রামু, কক্সবাজার, উখিয়া এবং ঘুনধুম  পর্যন্ত থাকবে ৯টি  স্টেশন। এরইমধ্যে রেললাইন স্থাপনের জন্যে জমি অধিগ্রহনের কাজ চলছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। এদিকে রেললাইন স্থাপনের পাশাপাশি কক্সবাজার বিমান বন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হচ্ছে বলে জানালেন পর্যটন মন্ত্রী। নতুন রেল লাইন স্থাপন হলে সিঙ্গাপুর, চীন, ভিয়েতনাম, কম্বোডিয়া, ভারত, বাংলাদেশ, মিয়ানমার, থাইল্যান্ড ও কোরিয়া হয়ে ইউরোপ পর্যন্ত রেলপথ বিস্তৃত হতে পারে। এতে পর্যটনশিল্পের বিকাশ ঘটবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি