ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ট্রাম্প-নিকির ভাগ্যনির্ধারণে চলছে সুপার টুয়েসডে ভোট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২১, ৬ মার্চ ২০২৪ | আপডেট: ০৯:২২, ৬ মার্চ ২০২৪

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের অন্যতম গুরুত্বপূর্ণ সুপার টুয়েসডের ভোট চলছে। এরই মধ্যে কয়েকটি রাজ্য ট্রাম্পের জয়ের খবর মিলেছে।

স্থানীয় সময় মঙ্গলবার আলাবামা, আলাস্কা, ক্যালিফোর্নিয়া, টেক্সাসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে একাধিক টাইম জোনে ভোটগ্রহণ শুরু হয়।

এবারের সুপার টুয়েসডে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রিপাবলিকান শিবিরের জন্য। প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি সাউথ ক্যারোলাইনার সাবেক গভর্নর নিকি হ্যালি প্রার্থিতা করবেন তা অনেকটাই সুপার টুয়েসডের ভোটে নিশ্চিত হবে।  এরই মধ্যে কয়েকটি রাজ্য ট্রাম্পের জয়ের খবর মিলেছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের প্রাথমিক বাছাই প্রক্রিয়ায় অন্যতম গুরুত্বপূর্ণ দিন সুপার টুয়েসডে। আগামী জুলাইয়ে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে যেসব প্রতিনিধি অংশগ্রহণ করবেন, তাদের এক-তৃতীয়াংশের বেশি নির্বাচিত হবেন এ দিন।

রিপাবলিকান দল থেকে মনোনয়ন চূড়ান্ত করতে যেকোনো প্রার্থীকে ২ হাজার ৪২৯ প্রতিনিধির মধ্যে ১ হাজার ২১৫ জনের সমর্থন প্রয়োজন হয়। আজ ভোটাভুটিতে ৮৭৪ জনের সমর্থন কে কতটা পান, সেটা দেখার বিষয়।

বিভিন্ন সময় ভোট শুরু হওয়ায় চূড়ান্ত ফলাফল জানতে কিছুটা সময় লাগতে পারে। 

অপরদিকে শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় ডেমোক্রেটিক পার্টি থেকে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের প্রার্থিতা অনেকটাই নিশ্চিত।  

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি