ট্রাম্প-পুতিন ফোনালাপ: ভ্যান্স বললেন, ‘এটি সহজভাবে নিন’
প্রকাশিত : ১২:২৬, ৭ জানুয়ারি ২০২৫ | আপডেট: ১২:২৭, ৭ জানুয়ারি ২০২৫
নির্বাচনে বিজয়ের পর নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম সংবাদ সম্মেলনে বলেছিলেন, চলমান ইউক্রেন-রাশিয়া বিরোধ নিষ্পত্তির জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যোগাযোগ রাখার পরিকল্পনা করছেন তিনি।
ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে আলোচনার জন্য পুতিনকে ফোন করার পরিকল্পনা করেছেন কিনা রুশ সংবাদমাধ্যম তাসের প্রশ্নের জবাব দিলেন না নব নির্বাচিত মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেমস ডেভিড ভ্যান্স।
গত ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল অনুমোদনকারী মার্কিন কংগ্রেসের উভয় কক্ষের যৌথ শুনানির পর এই প্রশ্নের উত্তর দিয়ে হাসতে হাসতে ভ্যান্স বলেন, ‘এটি সহজভাবে নিন।’
শুনানির পরপরই মার্জোরি টেলর গ্রিনসহ বেশ কয়েকজন মার্কিন আইন প্রণেতার সঙ্গে ছবি তোলেন ভ্যান্স।
ভ্যান্সের মতোই ইউক্রেনে সামরিক সহায়তা প্রদানের জন্য বিদায়ী বাইডেন প্রশাসনের বারবার সমালোচনা করেছেন মার্জোরি টেলর।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত ১৯ ডিসেম্বর বলেছিলেন, তিনি যেকোনো সময় ট্রাম্পের সঙ্গে কথা বলতে প্রস্তুত, এমনকি দেখা করতেও রাজি। তবে, কখন ট্রাম্পের সঙ্গে তিনি দেখা করবেন তা তিনি জানেন না।
এসএস//
আরও পড়ুন