ট্রাম্প প্রশাসনে ক্যাসপারস্কির পণ্যে নিষেধাজ্ঞা
প্রকাশিত : ১৯:২৪, ১৪ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ২৩:০৪, ১৪ সেপ্টেম্বর ২০১৭
‘জাতীয় নিরাপত্তার স্বার্থে’ সরকারি সব সংস্থাকে ৯০ দিনের মধ্যে তাদের নেটওয়ার্ক থেকে ক্যাসপারস্কি ল্যাবের সফটওয়্যার সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। বুধবার হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের জারি করা নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়, মস্কোভিত্তিক ওই সাইবার (ক্যাসপারস্কি) নিরাপত্তা ফার্মের সঙ্গে রাশিয়ার গোয়েন্দা সংস্থাগুলোর যোগাযোগ নিয়ে তারা উদ্বিগ্ন। এরফলে কোম্পানির এন্টি ভাইরাস সফটওয়্যার জাতীয় নিরাপত্তাকে বিপন্ন করতে পারে।
দেশটিতে সরকারি নেটওয়ার্কে ক্যাসপারস্কির সফটওয়্যার ব্যবহার নিষিদ্ধ করার বিষয়ে চলতি সপ্তাহে সিনেটে ভোটাভুটির আগেই এ পদক্ষেপ নিল ট্রাম্প প্রশাসন।
বরাবরই ক্যাসপারস্কি ল্যাব ক্রেমলিনের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ থাকার অভিযোগ অস্বীকার করে আসছে। একই রকম অভিযোগের কারণে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বিপণন সংস্থা ইতোমধ্যে ক্যাসপারস্কির পণ্য বিক্রি বন্ধ করেছে।
বিশ্বজুড়ে ক্যাসপারস্কির ৪০ কোটির বেশি ব্যবহারকারী রয়েছে। যুক্তরাষ্ট্র সরকারের কাছে পণ্য বিক্রির ক্ষেত্রে রাশিয়ার কোম্পানি কখনোই সফল হয়নি।
ক্যাসপারস্কি কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, রাশিয়ার ডেটা শেয়ারিং আইনের ভুল ব্যাখ্যা করে তাদের বিরুদ্ধে ওই অভিযোগ আনা হয়েছে। এটার বিশ্বাসযোগ্য কোনো প্রমাণ এ পর্যন্ত কেউ দেখাতে পারেনি। কারণ তাদের অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন। সূত্র : বিবিসি বাংলা।
আর/ডব্লিউএন
আরও পড়ুন