ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

ট্রাম্পকে শিক্ষা দিতে টুইটার কিনতে চান সিআইএর সাবেক অ্যাজেন্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৭, ২৫ আগস্ট ২০১৭ | আপডেট: ১৭:২৫, ১৬ সেপ্টেম্বর ২০১৭

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের উস্কানিমূলক টুইট বন্ধ করতে পুরো টুইটার কোম্পানি কিনে নিতে চান যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক অ্যাজেন্ট ভেলারি পাম উইলসন জন্য তিনি তহবিল সংগ্রহ শুরু করেছেন

তার মতে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে টুইট বার্তা ব্যবহার করে ডোনাল্ড ট্রাম্প যে বিদ্বেষ ছড়াচ্ছেন, নানা উস্কানিমূলক টুইট বার্তায় যেন অস্থির হয়ে উঠেছে আমেরিকার সমাজ।

সিআইএর সাবেক অ্যাজেন্ট ভেলারি পাম গত সপ্তাহে থেকে এক বিলিয়ন বা ১০০ কোটি ডলার তহবিল সংগ্রহ শুরু করেছেন। পাবলিক শেয়ারে থাকা টুইটারের বড় অংশের শেয়ার কিনে নিতে চান ভেলারি। তিনি এমন করতে চান যাতে টুইটারের মূল কোম্পানিতে তাঁর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। এমন করতে পারলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে টুইটার ব্যবহার করতে দেবেন না বলে জানান ভেলারি।

বুধবার (২৩ আগস্ট) সকাল পর্যন্ত স্টক মার্কেটের হিসেব অনুযায়ী কোম্পানি হিসেবে টুইটারের বাজার মুল্য ছয় বিলিয়ন বা ৬০০ কোটি ডলার ছিল। এক সপ্তাহের প্রচারের পর বুধবার সকাল পর্যন্ত ভেলারী উইলসন ছয় হাজার ডলারের মতো সংগ্রহ করেছেন।

 

//আর//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি