ঢাকা, মঙ্গলবার   ২১ জানুয়ারি ২০২৫

ট্রাম্পের অভিষেকে অংশ নিতে ভিড় বাড়ছে ক্যাপিটল হিলে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১০, ২০ জানুয়ারি ২০২৫

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে অংশ নিতে ওয়াশিংটনের ডিসি’র ক্যাপিটল হিলে ভিড় বাড়ছে উৎসুক জনতার। 

স্থানীয় সময় সোমবার (২০ জানুয়ারি) রয়টার্স জানিয়েছে, শত শত মানুষ আলো-আঁধারিতেই এসে ভিড় করছিলেন ক্যাপিটল হিলে। অভিষেক অনুষ্ঠান দেখতে অনেক আগে থেকে তারা জড়ো হচ্ছেন ক্যাপিটাল হিলে।

রয়টার্সের বরাতে জানা যায়, ট্রাম্পের এবারের অভিষেকে যোগ দিচ্ছেন বিশ্বের সেরা তিন ধনী ব্যক্তি। থাকছেন বিদেশি অতিথিবর্গ। টেক জগতের জায়ান্টরা। বেশ কয়েকজন সাবেক প্রেসিডেন্ট এবং একগাঁদা শিল্পী-কলাকুশলী।

এর আগে বৈরী আবহাওয়ার কারণে হঠাৎ করে অভিষেক স্থান পরিবর্তন করা হয়। ক্যাপিটল রোটান্ডায় অনুষ্ঠিত হবে এই অভিষেক। সেখানে মাত্র ৬০০ জনের বসার আসন রয়েছে।

এদিকে স্থানীয় সময় সোমবার সকাল সাড়ে ৮টায় স্ত্রী মেলানিয়াকে নিয়ে সেন্ট জনস চার্চে ঢোকেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিষেক পূর্ব প্রার্থনা সেরে নিতেই চার্চে গেলেন ট্রাম্প।

এবারে আয়োজনটি প্রাথমিকভাবে করা হচ্ছিলো হোয়াইট হাউসের বাইরে। কিন্তু আবহাওয়ার পূর্বাভাস বাঁধ সাধে। ধারণা করা হচ্ছিলো এই দিন তাপমাত্রা মাইনাস ১৩ ডিগ্রি ফারেনহাইটে নামতে পারে। সে কারণেই অভিষেক অনুষ্ঠানস্থল নিয়ে যাওয়া হলো ক্যাপিটল হিলের ভিতরে।

তবে ভোর সাতটার দিকে আবহাওয়া মাইনাস ৬ ডিগ্রি তাপমাত্রা থাকলেও ৮টার দিকে তা বাড়তে শুরু করে। সূর্য ওঠার সাথে সাথে তা বাড়ছেই এবং দুপুর নাগাদ তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠবে বলে দেখাচ্ছে বর্তমান পূর্বাভাস।

অন্যদিকে ট্রাম্পের সমর্থকরা এরই মধ্যে ক্যাপিটল ওয়ান এরেনাতে তাদের আসন নিয়ে বসে পড়েছেন। ট্রাম্প তার অভিষেকের পর এখানেই তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। ক্যাপিটল হিল থেকে মাইল খানেক দূরে সেখানে এরই মধ্যে শত শত সমর্থক ভিড় করেছেন।

ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সদ্য বিদায়ি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং এবারের নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দি কমলা হ্যারিস। তবে ট্রাম্পের মতো একটি চিঠি বাইডেনও রেখে যাচ্ছেন ওভাল অফিসের টেবিলে। শান্তিপূর্ণ ও গণতান্ত্রীকভাবে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যেই বাইডেন-হ্যারিস থাকছেন নতুন প্রেসিডেন্টের শপথে। আর অনুষ্ঠান শেষ হলেই তারা দায়িত্ব থেকে সরে যাবেন। ত্যাগ করবেন হোয়াইট হাউস ও ক্যাপিটল হিল।

এমকে/এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি