ট্রাম্পের আয়কর তথ্য প্রকাশের দাবিতে উত্তাল যুক্তরাষ্ট্র
প্রকাশিত : ১৩:২২, ১৬ এপ্রিল ২০১৭
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়কর তথ্য প্রকাশের দাবিতে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। ক্যালিফোর্নিয়ায় ট্রাম্প সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের দেড়শ’রও বেশি স্থানে বিক্ষোভ করে ট্রাম্প বিরোধীরা। এসময় ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বার্কলি এলাকায় পাল্টাপাল্টি সমাবেশের আয়োজন করে ট্রাম্প সমর্থক ও বিরোধীরা। পুলিশ ব্যারিকেড দিয়ে দু’পক্ষকে আলাদা করে রাখার চেষ্টা চালালেও এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। আহত হয় বেশ কয়েকজন। ঘটনাস্থল থেকে ২১ জনকে আটক করা হয়েছে। সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে ২০০৫ সালে ট্রাম্পের আয়করের বেশ কিছু তথ্য ফাঁস হয়। এ ঘটনার পর নতুন করে চাপের মুখে পড়েন ট্রাম্প।
আরও পড়ুন