ঢাকা, শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫

ট্রাম্পের গণমাধ্যম প্রধান অ্যান্থনি স্কারামুচি পদচ্যুত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৯, ১ আগস্ট ২০১৭ | আপডেট: ১৬:৫৫, ১ আগস্ট ২০১৭

হোয়াইট হাউজের গণমাধ্যম পরিচালক অ্যান্থনি স্কারামুচিকে সরিয়ে দেয়া হয়েছে। পরিচালকের দায়িত্ব পাওয়ার মাত্র ১০ দিনেরও কম সময়ের মধ্যে তাকে সরিয়ে দেয়া হলো।

স্কারামুচি গত শুক্রবার কাজে যোগ দেয়ার পর একজন সাংবাদিককে টেলিফোনে তার সহকর্মীদের সম্পর্কে অশ্লীল ইঙ্গিতপূর্ণ বক্তব্য দিয়ে সমালোচনার মুখে পড়েন। এ কারণেই তাকে তার পদ থেকে সরিয়ে দেয়া হয় বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

মার্কিন গণমাধ্যমে বলা হয়, ট্রাম্পের নতুন চিফ অফ স্টাফ জন কেলি  স্কারামুচিকে সরিয়ে দেয়ার এ সিদ্ধান্ত নিয়েছেন। তবে হোয়াইট হাউজ থেকে বিবৃতিতে বলা হয়েছে, অ্যান্থনি স্কারামুচি যোগাযোগ পরিচালক হিসেবে তার পদ থেকে সরে গেলেন।

অ্যান্থনি স্কারামুচির নিয়োগকে কেন্দ্র করে হোয়াইট হাউজের চিফ অফ স্টাফ রায়ান্স প্রিবাস এবং মুখপাত্র শন স্পাইসার দুজনেই পদত্যাগ করেন।

স্কারামুচি বলেন, চিফ অফ স্টাফ জন কেলিকে তার নিজের টিম গঠনের সুযোগ দেয়া উচিত। আমরা তার জন্য শুভকামনা জানাই।

 

//আর//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি