ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট বন্ধ
প্রকাশিত : ১১:২৫, ৩ নভেম্বর ২০১৭
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট সাময়িক সময়ের জন্য বন্ধ করে দিয়েছিল টুইটারের এক কর্মকর্তা। তবে ১১ মিনিট পরই অ্যাকাউন্টি আবার সচল করা হয়। এদিকে টুইটার কর্তৃপক্ষের দাবি, ওই কর্মকর্তা চাকরির শেষদিনে এমন কাজটি করেছে।
গত বৃহস্পতিবার হঠাৎ করেই ট্রাম্পের অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যাওয়ার পর, বিশ্বব্যাপী ট্রাম্প ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এর তীব্র প্রতিবাদ জানায় । এর ১১ মিনিট পর কর্তৃপক্ষ অ্যাকাউন্টটি সচল করে দেয়।
এদিকে টুইটার কর্তৃপক্ষ ইতোমধ্যে অভিযুক্তক খোঁজে পেতে মাঠে নেমেছে । তবে ট্রাম্প এ বিষয়ে এখনো কোন মন্তব্য করেননি। উল্লেখ্য, টুইটারে ট্রাম্পের ৪১.৭ মিলিয়ন ভক্ত রয়েছে।
এমজে/
আরও পড়ুন