ঢাকা, শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫

ট্রাম্পের রুশ সংশ্লিষ্টতা প্রমাণে গ্র্যান্ড জুরি গঠন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৫, ৪ আগস্ট ২০১৭ | আপডেট: ১৭:২৩, ৫ আগস্ট ২০১৭

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাশিয়া সংশ্লিষ্টতার তদন্ত এগিয়ে নিতে গ্র্যান্ড জুরি গঠন করেছেন মার্কিন বিচার বিভাগ। কয়েক সপ্তাহ আগে থেকে ওই গ্র্যান্ড জুরি কাজও শুরু করেছে বলে জানিয়েছেন বিচার বিভাগের পরামর্শক সাবেক এফবিআই পরিচালক রবার্ট মুলার।

সাবেক এফবিআই পরিচালক রবার্ট মুলারকে ওই তদন্ত কাজের নেতৃত্ব দিতে পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এবার তিনি তদন্ত এগিয়ে নিতে গ্রান্ড জুরি গঠন করলেন।

মার্কিন সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, গ্র্যান্ড জু্রির তদন্ত কয়েকমাস ব্যাপী চলতে পারে বলে ধারণা  করা হচ্ছে।

২০১৬ সালের জুনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে ট্রাম্প জুনিয়রের সঙ্গে এক রুশ আইনজীবীর বৈঠকের খবর সামনে আসার পর গ্র্যান্ড জুরি গঠন করা হয়। গ্র্যান্ড জুরি হলো সামরিক-বেসামরিক প্রশাসনের বাইরে নাগরিকদের সমন্বয়ে গঠিত একটি দল যারা কোনো একটি বিষয় তদন্ত করতে গিয়ে গোপনে কাজ করে থাকে।

ট্রাম্পের রুশ সংশ্লিষ্টতার তদন্তকাজে বেশকিছু গুরুত্বপূর্ণ নথি দরকার ট্রাম্পের। প্রত্যক্ষদর্শীদের ডেকে সাক্ষ্য নেওয়ারও দরকার তদন্তকাজ এগিয়ে নিতে। এ কারণেই তিনি একটি গ্রান্ড জুরি গঠন করেছেন।

খবর: ওয়াল স্ট্রিট জার্নাল।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি