ঢাকা, মঙ্গলবার   ০৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ট্রাম্পের শুল্কে কাঁপছে বিশ্ব পুঁজিবাজার, ব্যাপক দরপতন এশিয়া-ইউরোপে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৯, ৭ এপ্রিল ২০২৫ | আপডেট: ২১:২২, ৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে শুল্ক আরোপের সিদ্ধান্তের প্রভাব পড়েছে বিশ্বের প্রায় সব দেশেই। শুল্ক বাড়ানোর এ ধাক্কায় এশিয়া ও ইউরোপের শেয়ারবাজারে দেখা দিয়েছে বড় ধরনের পতন। বাজার বিশ্লেষকরা বলছেন, সামনে আরও বড় ধস আসতে পারে।

গত সপ্তাহে টানা দুই দিনের দরপতনের পর সোমবার (বাংলাদেশ সময়) আবারও ওয়াল স্ট্রিট চালু হলে মার্কিন শেয়ারবাজার আরও বড় ধাক্কা খেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতোমধ্যে গত সপ্তাহে মার্কিন বাজারে ৬ লাখ কোটি ডলারের বেশি মূলধন হারিয়েছে।

এশিয়ায় বড় ধস

সোমবার বিকেলে তাইওয়ানের প্রধান সূচক টিএআইইএক্স এবং হংকংয়ের হ্যাং সেং সূচক প্রায় ১৩ শতাংশ কমেছে। জাপানের নিক্কেই ২২৫ সূচকেও পতন হয়েছে প্রায় ৮ শতাংশ। বাজার বিশ্লেষকদের মতে, এমন পতন সাম্প্রতিক সময়ে দেখা যায়নি।

ইউরোপেও একই অবস্থা

টানা দ্বিতীয় দিনের মতো ইউরোপের শেয়ারবাজারেও বড় ধস দেখা গেছে। জার্মানির ডিএএক্স সূচক সোমবার দিনের শুরুতেই ১০ শতাংশের মতো নেমে গেছে। ফ্রান্সের সিএসি ৪০-এ পতন ৬ দশমিক ১৪ শতাংশ, বেলজিয়াম ও নেদারল্যান্ডসেও ৬ শতাংশের ওপরে দরপতন হয়েছে।

এদিকে অক্সফোর্ড ইকোনমিকসের এশিয়া অঞ্চলের প্রধান অর্থনীতিবিদ অরূপ রাহা বলেন, “ট্রাম্পের শুল্ক আরোপ অনুমান করা গেলেও এতটা বাড়বে—এটা কেউ ভাবেনি। এর ফলে এখনই দীর্ঘমেয়াদি কোনো বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়েছে।”

ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান এশিয়া গ্রুপের রিন্টারো নিশিমুরা বলেন, “শুল্কের ফলে কী হবে, সে বিষয়ে অনিশ্চয়তা খুব বেশি। আর এই অনিশ্চয়তাই বাজারে বড় ধরনের আতঙ্কের সৃষ্টি করছে।”

বিশেষজ্ঞরা মনে করছেন, এই অস্থিরতা কিছুদিনের মধ্যে কেটে যাওয়ার সম্ভাবনা নেই। বরং বিনিয়োগকারীদের এখন আরও সাবধানে চলতে হবে।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি