ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

ট্রাম্পের সমালোচনা করলো জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা

প্রকাশিত : ১৫:১৪, ১৬ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৫:১৪, ১৬ এপ্রিল ২০১৬

UN-Trumpএবার মার্কিন প্রেসিডেন্ট মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক নীতির সমালোচনা করলো জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা। সরাসরি ট্রাম্পের নাম উল্লেখ না করে তাকে যুক্তরাষ্ট্রের ‘ব্যবসায়ী রাজনীতিক’ বলেন সংস্থার কমিশনার জেইদ রাদ আল-হুসেইন। তিনি বলেন, মুসলমানদের বিরুদ্ধে কুৎসা রটনা ছাড়াও বিশেষ সম্প্রদায়ের ওপর অত্যাচারকে সমর্থন করছেন এই ‘ব্যবসায়ীক রাজনীতিক’। এ ধরনের চিন্তা-চেতনা কোন রাজনৈতিক নেতার মধ্যে থাকা শোভন নয় বলেও মন্তব্য করেছেন আল হুসেইন। এছাড়া, মুসলমানদেরকে নিয়ে আরেক রিপাবলিকান প্রার্থী টেড ক্রুজের বক্তব্যেরও সমালোচনা করেন তিনি।  
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি