ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

ট্রাম্পের স্বাস্থ্যনীতি পাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৬, ৫ মে ২০১৭ | আপডেট: ১২:২৬, ৫ মে ২০১৭

অবশেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্যনীতি পাস করেছে দেশটির প্রতিনিধি পরিষদ। এর মধ্য দিয়ে জনপ্রিয় স্বাস্থ্যবিল ‘ওবামাকেয়ার’ বাতিল হওয়ার প্রক্রিয়া আরো এক ধাপ এগুলো। এটাই এ পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্পের সবচেয়ে বড় সংসদীয় সাফল্য ধরা হলেও উচ্চকক্ষ সিনেটে এটি পাসের ক্ষেত্রে বড় ধরনের ঝুঁকি রয়েছে। এদিকে ট্রাম্পের এমন পদক্ষেপের বিরুদ্ধে ক্যাপিটল হিলের সামনে বিক্ষোভ হয়েছে।
বহু আলোচনা সমালোচনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্যনীতি পাস করেছে দেশটির প্রতিনিধি পরিষদ। এর মধ্য দিয়ে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার জনপ্রিয় স্বাস্থ্যবিল ‘ওবামাকেয়ার’ বাতিল হওয়ার প্রক্রিয়া আরো এক ধাপ এগুলো।
বৃহস্পতিবার প্রতিনিধি পরিষদের ভোটাভুটিতে রিপাবলিকানদের দরকার ছিলো ২১৬টি ভোট। এর মধ্যে ২১৭টি ভোট পেয়ে জয় পান তারা। কোনো ডেমোক্রেটিক নেতা ট্রাম্পের স্বাস্থ্যনীতির পক্ষে ভোট দেননি। এমনকি ২০জন রিপাবলিকান এর বিপক্ষে ভোট দিয়েছে।
এটাই এ পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্পের সবচেয়ে বড় সংসদীয় সাফল্য। তবে এখনো উচ্চকক্ষ সিনেটে এটি পাসের ক্ষেত্রে বড় ধরনের ঝুঁকি রয়েছে। সেখানে কয়েকজন বিলটির বিপক্ষে মত দিলে ট্রাম্পের পুরো প্রচেষ্টা ব্যার্থ হতে পারে।
ওবামাকেয়ারের আওতায় ২ কোটি মার্কিন নাগরিক স্বাস্থ্যবিমার অধীনে এসেছিলো। এর উদ্দেশ্য ছিলো সাশ্রয়ী মূল্যে মানসম্মত স্বাস্থ্যবীমা এবং দেশের স্বাস্থ্যসেবার ব্যয় কমিয়ে আনা।
এদিকে ওবামাকেয়ার বাতিলে ট্রাম্পের পদক্ষেপের বিরুদ্ধে ক্যাপিটল হিলের সামনে বিক্ষোভ করেছে মার্কিনিরা।

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি