ট্রাম্পের ২০০ দিন : সংবাদ সম্মেলন মাত্র ১
প্রকাশিত : ১৬:১৪, ৮ আগস্ট ২০১৭ | আপডেট: ১৭:৫৬, ৮ আগস্ট ২০১৭
রাজনীতিতে অনভিজ্ঞ, ধনকুবের ডোনাল্ড ট্রাম্প চলতি বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়ে যুক্তরাষ্ট্রের শাসনক্ষমতা পরিচালনার দায়িত্ব নেন। বহু বিতর্কিত মন্তব্যের মাঝে কেটে গেছে ২০০ দিন। বিতর্কিত মন্তব্য করে বারবার সংবাদের শিরোনাম হয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে গত ৬৪ বছরের ট্রাম্পই কোনো প্রেসিডেন্ট, যিনি প্রথম ২০০ দিনে মাত্র একবার সংবাদ সম্মেলন করেছেন। যুক্তরাষ্ট্রের অন্য কোনো প্রেসিডেন্টের ক্ষেত্রে এমনটা হয়নি।
২০১৬ সালের ৮ নভেম্বর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি প্রথম সংবাদ সম্মেলন করেন ট্রাম্প।
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের তথ্য মতে, প্রথম ২০০ দিনে কম সংবাদ সম্মেলন করা প্রেসিডেন্টের তালিকায় শীর্ষে ছিলেন জর্জ ডব্লিউ বুশ ও রোনাল্ড রিগ্যান। তাঁদের সংবাদ সম্মেলনের সংখ্যা তিন। এসময়ে সবচেয়ে বেশিসংখ্যক ১৯ বার সংবাদ সম্মেলন করে আলোচিত হন প্রেসিডেন্ট লিন্ডন জনসন। আর ২০০ দিনে ১৮ বার সংবাদ সম্মেলন করেছেন জর্জ হার্বার্ট ডব্লিউ বুশ। তিনি জর্জ ডব্লিউ বুশের বাবা।
আর/ডব্লিউএন
আরও পড়ুন