ট্রেন দূর্ঘটনায় বরখাস্ত স্টেশন মাস্টারকে চাকরিতে পূনর্বহালের দাবি
প্রকাশিত : ১৭:৪৬, ২৭ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৪:৩৯, ২৮ মার্চ ২০১৭
চট্টগ্রামে ট্রেন দূর্ঘটনায় বরখাস্ত এক স্টেশন মাস্টারকে চাকরিতে পূনর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ রেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়ন। মঙ্গলবার সকালে নগরীর পাহাড়তলী রেলওয়ে ওয়ার্কসপ এলাকায় মিছিলের পর সমাবেশ করেন তারা। এসময় সংগঠনের নেতারা অভিযোগ করেন, গত ১৪ সেপ্টেম্বর ট্রেন দূর্ঘটনার সুষ্ঠু তদন্ত না করে অন্যায়ভাবে স্টেশন মাষ্টার <ংঃৎড়হম>সঞ্জীব দাসকে বরখাস্ত করা হয়। দূর্ঘটনার অধিকতর তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয় সমাবেশে। পরে রেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপককে স্মারকলিপি দেয়া হয়।
আরও পড়ুন