ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

ট্রেনে ঈদের আগাম টিকিট বিক্রির ৩য় দিন আজ

প্রকাশিত : ১৪:৫০, ২৪ জুন ২০১৬ | আপডেট: ১৪:৫০, ২৪ জুন ২০১৬

দীর্ঘ লাইনে দাঁড়ানো ছাড়া ট্রেনে ঈদের আগাম টিকিট বিক্রির ৩য় দিনেও নেই তেমন ঝক্কি-ঝামেলা। কাঙ্খিত টিকিট পেয়ে স্বস্তি জানিয়েছেন যাত্রীরা। তবে, নারী যাত্রীরা আলাদা টিকিট কাউন্টারের দাবি জানিয়েছেন। রেল কর্তৃপক্ষ বলছে, ৪ঠা জুলাইয়ের টিকিট ২৬শে জুন দেয়া হবে। স্বজনদের সাথে ঈদ উদযাপন করতে অসংখ্য মানুষ রাত থেকেই এমন অপেক্ষায় কমলাপুর রেলস্টেশন চত্বরে। উদ্দেশ্য সোনার হরিনখ্যাত ট্রেনের টিকিট পাওয়া। বরাবরের মতো অনেকের মনেই শঙ্কা কাঙ্খিত টিকিটটি জুটবে কি-না। অবশেষে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শঙ্কা ঘুঁচেছে, টিকিট পেয়ে স্বস্তি যাত্রীদের। এবার বিশেষ ব্যবস্থার পাশাপাশি অগ্রিম চলতি এবং চলতি এই তিন ধাপে টিকিট বিক্রি হচ্ছে। রেলওয়ে পুলিশ জানিয়েছে, কালোবাজারি ঠেকাতে আইন শৃংখলা বাহিনী সতর্ক রয়েছে। প্রতিদিন বিশেষ ট্রেনের ১৮ হাজারসহ ৪৩ হাজার টিকিট দেয়া হচ্ছে। সোনার বাংলা নামের নতুন একটি ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠান থাকায় ২৫ জুনের পরিবর্তে ২৬ জুন দেয়া হবে ৪ঠা জুলাইয়ের টিকিট। আর ২৭শে জুন দেয়া হবে ৫ জুলাইয়ের টিকিট। ২৬ জুন পর্যন্ত চলতি কাউন্টারে ট্রেন ছাড়ার ৫ দিন আগের টিকিটও বিক্রি হচ্ছে। এদিকে বাসের অনেক টিকেট এখনো অবিক্রিত রয়ে গেছে বলে জানান বিক্রেতারা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি