ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

ট্রেনে কাটা পড়ে চাচা-ভাতিজার মৃত্যু

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫২, ৬ সেপ্টেম্বর ২০২৩

যশোরে ট্রেনে কাটা পড়ে দুই জনের মৃত্যু হয়েছে। নিহতরা সম্পর্কে চাচা-ভাতিজা। ভাতিজাকে বাঁচাতে গিয়ে দু’জনেই মারা যান।

মঙ্গলবার দুপুরের দিকে সদরের ধোপাখোলা বাউল কান্দা এলাকায় বেনাপোল থেকে ছেড়ে আসা খুলনাগামী বেতনা এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লেগে ওই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয়রা। 

পরে যশোর রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। 

নিহতরা হলেন ধোপাখোলা এলাকার মৃত আনোয়ার বিশ্বাসের ছেলে আমিরুল ইসলাম (৫৫) ও একই এলাকার মনিরুল ইসলামের ১৬ মাসের ছেলে মোহাম্মদ ইউসুফ। 

যশোর রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানিয়েছেন, যশোর সদরের ধোপাখোলা বাউল কান্দা এলাকায় বেনাপোল-যশোর রেললাইনের পাশে নিহতদের বাড়ি। বেলা ১২টার দিকে রেললাইনের পাশে ইউসুফ নামে ১৬ মাস বয়সী শিশু খেলা করছিলেন। এমন সময়ে বেনাপোল থেকে ছেড়ে আসা খুলনাগামী বেতনা এক্সপ্রেস ট্রেনটি এসে যায়। 

এসময় ছোট্র শিশুকে বাঁচাতে গেলে তার চাচা আমিরুল ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে মারা যান। আর শিশুটিকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা যশোর জেনারেল হাসাপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

পরে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

একই পরিবারে দুইজনের মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে ধোপাখোলা বাউল কান্দা এলাকা।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি