ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ট্রেনে কাটা পড়ে তরুণীর মর্মান্তিক মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২২, ৪ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৫:২৫, ৪ ফেব্রুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

রাজধানীর উত্তরায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক তরুণী নিহত হয়েছে। তার বয়স আনুমানিক ৩০ থেকে ৩২ বছর। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে উত্তরা ৮ নম্বর সেক্টর জয়নাল মার্কেট রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উত্তরা স্টেশনের স্টেশন অফিসার মোহাম্মদ হানিফ এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের পরনে ছিল সেলোয়ার কামিজ ও কালো রংয়ের বোরকা। এখনও পর্যন্ত তার পরিচয় জানা যায়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উত্তরা স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে হস্থান্তর করে। এসময় দক্ষিণখান থানার (এসআই) মো. নুরুল ইসলাম ও বিমানবন্দর পুলিশ ফাঁড়ির (এএসআই) মো. মহিউদ্দিন উপস্থিত ছিলেন।

বিমানবন্দর পুলিশ ফাঁড়ির এএসআই মো. মহিউদ্দিন  জানান, বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে উত্তরা ৮ নম্বর সেক্টর জয়নাল মার্কেট রেলক্রসিংয়ে এলাকায় পায়ে হেঁটে রেললাইন পার হচ্ছিলো ওই নারী। এ সময় উভয় লাইন দিয়ে ট্রেন আসলে কাটা পড়ে সে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে ঢাকা রেলওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

পুলিশের এ কর্মকর্তা আরও জানান, ময়না তদন্তের জন্য নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। (বাসস)

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি