ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ট্রেনে নেই চিরচেনা ভিড়, এমন ঈদযাত্রা আগে দেখেনি যাত্রীরা

মেহেদী হাসান, একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৫, ১৯ এপ্রিল ২০২৩

ঈদযাত্রায় রাজধানী ছাড়ছেন মানুষ। এবারের ট্রেনযাত্রা সুশৃঙ্খল ও দুর্ভোগমুক্ত হলেও বাসে পাওয়া যাচ্ছে বাড়তি ভাড়ার অভিযোগ। 

কমলাপুর রেলস্টেশনের প্রবেশমুখেই টিকিটবিহীন যাত্রীদের জন্য প্রতিবন্ধকতা। লাইন ধরে ভেতরে ঢুকছেন টিকিটধারীরা। চেক করে প্লাটফর্মে যেতে দেয়া হচ্ছে তাদের। 

বাড়তি লোক ঢুকতে না পারায় ট্রেনে নেই চিরচেনা ভিড়। যাত্রীরা বলছেন, এতো স্বাচ্ছন্দ্যে ঈদযাত্রা আগে কখনও দেখেননি তারা। 

যাত্রীরা জানান, এবার অনেক ভালো, চেকিং হচ্ছে টিকিটও পাওয়া গেছে। ভোগান্তি অনেকটাই কম। এর আগে তো ট্রেনে ওঠাই যেতো না। জানালা দিয়ে উঠতো মানুষ। এবার কিন্তু সবকিছু সুষ্ঠুভাবে হচ্ছে, ভালোভাবে যেতে পারছি। 

এক যাত্রী বলেন, “বাইরের লোক ঢুকতে পারেনি যার কারণে এখানে বিশৃঙ্খলা নেই। খুব ভালোভাবে যেতে পারছে সবাই।”

আগের দিন শিডিউল কিছুটা বিপর্যয় হলেও মঙ্গলবার ঠিক সময়ই ছেড়ে যাচ্ছে প্রতিটি ট্রেন। 

কমলাপুর রেলস্টেশন স্টেশন মাস্টার মাসুদ সারওয়ার বলেন, “প্রতিদিন ৫০ হাজার যাত্রী পরিবহনের ব্যবস্থা করা হয়েছে।”

এদিকে সায়েদাবাদ বাস টার্মিনালে এখনও চোখে পড়েনি বাড়তি ভিড়। তবে টিকিটের দাম খানিকটা বেশি রাখার অভিযোগ যাত্রীদের। 

যাত্রীরা জানান, আগের ভাড়ার চেয়ে ১শ’ টাকা বেশি নিয়েছে। 

তবে বাস কোম্পাানিগুলোর দাবি, অগ্রিম টিকিট বিক্রিতে কোনো বাড়তি ভাড়া নেয়া হয়নি। 

তারা জানান, দুই-তিন জন যাত্রী নিয়ে গাড়িটা ফেরত আসে। আপ-ডাউনের খরচ হিসাবে বাড়া দ্বিগুণ হওয়ার কথা কিন্তু সেখানে ১শ’ টাকা বাড়তি নেওয়া হচ্ছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি