ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

প্রকাশিত : ১০:০০, ২২ মে ২০১৯ | আপডেট: ১৩:০০, ২২ মে ২০১৯

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে ৩১ মের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। অগ্রিম টিকিট বিক্রি চলবে আগামী ২৬ মে পর্যন্ত।

প্রথমবারের মতো এবার কমলাপুরসহ ঢাকার ৫টি জায়গা থেকে এই টিকিট দেওয়া হচ্ছে।

প্রতিদিন ঢাকায় প্রায় ২৭ হাজার টিকিট দেওয়া হবে, যার অর্ধেক পাওয়া যাবে মোবাইল অ্যাপস থেকে। বাকি অর্ধেক সংগ্রহ করতে হবে কাউন্টার থেকে।

অগ্রিম টিকিট বিক্রির সূচি অনুসারে, ২৩, ২৪, ২৫ ও ২৬ মে তারিখে যথাক্রমে আগামী ১, ২, ৩ ও ৪ জুনের টিকিট দেওয়া হবে। ঈদের সম্ভাব্য তারিখ ৫ জুন ধরে এই সূচি তৈরি করা হয়েছে।

যমুনা সেতু হয়ে  চলাচলকারী সব ট্রেনের অগ্রিম টিকিট কমলাপুর থেকে পাওয়া যাবে।

বিমানবন্দর স্টেশন থেকে দেওয়া হবে চট্টগ্রাম ও নোয়াখালীগামী সব আন্তনগরের টিকিট।

তেজগাঁও রেলস্টেশনে পাওয়া যাবে ময়মনসিংহ, জামালপুরগামী সব আন্তনগরের টিকিট।

বনানী থেকে দেওয়া হবে নেত্রকোনাগামী মোহনগঞ্জ ও হাওর এক্সপ্রেস ট্রেনের টিকিট।

ফুলবাড়িয়া পুরোনো রেলভবন থেকে দেওয়া হবে সিলেট ও কিশোরগঞ্জগামী সব আন্তনগর ট্রেনের টিকিট।

ঈদ উপলক্ষে ৮ জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে। ঈদের দিন চালু থাকবে শোলাকিয়া স্পেশাল–১ ও শোলাকিয়া স্পেশাল–২ ট্রেন দুটি।

এদিকে গত শুক্রবার থেকে রাজধানীর গাবতলী ও আশপাশের এলাকার কাউন্টার থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি