ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ট্রেনের টিকিট নিয়ে সংশয়ে অসংখ্য মানুষ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৩, ৪ জুলাই ২০২২ | আপডেট: ১২:৪৫, ৪ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রির চতুর্থ দিনে দেয়া হচ্ছে ৮ জুলাইয়ের টিকিট। অগ্রীম টিকিট বিক্রি শেষ হবে আগামীকাল ৫ জুলাই।

সোমবার সকালে কমলাপুর রেল স্টেশনে গিয়ে দেখা যায় টিকিট প্রত্যাশী মানুষের দীর্ঘ সারি। 

দুই তিন দিন অপেক্ষার পর কাঙ্খিত টিকিট পাবেন কিনা সংশয়ে আছেন অসংখ্য মানুষ। আবার ৪ চারদিন অপেক্ষার পর সোনার হরিণ টিকিট পেয়ে মুখে পরম আনন্দের হাসি। 

সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত কাউন্টার এবং অনলাইনে টিকিট কিনতে পারবেন যাত্রীরা। আজ ২৮ হাজারের বেমি টিকেট বিক্রি করছে কর্তৃপক্ষ, অর্ধেক বিক্রি হচ্ছে অনলাইনে। 

৮ জুলাইয়ে টিকিটের চাহিদা অনেক বেশি। যার ফলে আজ ৪ জুলাই কমলাপুর প্রধান স্টেশনে অনেকটা ভিড় ছিল টিকিট প্রত্যাশীদের। লাইন ছাড়িয়ে গিয়েছিল স্টেশনের বাইরে।

কমলাপুরসহ ঢাকার সাত স্থানে বিক্রি হচ্ছে আজকের টিকেট। চট্টগ্রাম ছাড়া অন্যন্য স্থানের টিকিটের ওপর বেশি চাপ রয়েছে বলে জানান স্টেশন ম্যানেজার।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি