ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁও ও রংপুরে আলুর বাম্পার ফলন

প্রকাশিত : ১৫:০৫, ২৭ মার্চ ২০১৬ | আপডেট: ১৫:০৫, ২৭ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

অনকূল আবহাওয়া ও প্রয়োজনীয় উপকরণের পর্যাপ্ত সরবরাহ থাকায় ঠাকুরগাঁও ও রংপুরে এবার আলুর বাম্পার ফলন হয়েছে। দামও পাওয়া যাচ্ছে ভালো। টানা কয়েক মৌসুম লোকসানের পর এবার নায্য দাম পাওয়া হাসি ফুটেছে কৃষকদের মুখে। কৃষি বিভাগ বলছে, আলু রপ্তানি করে আর্থিকভাবে লাভবান হচ্ছে দেশ । কৃষকরা ব্যস্ত আলু তোলায়, বাজারজাত আর সংরক্ষণের কাজে। ঠাকুরগাঁওয়ে এবার ২৩ হাজার ৮০ হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ১২শ’ ৮০ হেক্টর বেশি। কৃষকরা জানান, মওসুমের শুরুতে এবার আলুর দাম বেশ ভালো। এতে গত কয়েক বছরের লোকসান পুষিয়ে লাভবান হওয়ার আশা তাদের। ঠাকুরগাঁওয়ের আলুর মান ভালো, তাই রপ্তানীকারকেদের এ জেলা থেকে আলু সংগ্রহের আহ্বান জানান কৃষি কর্মকর্তা। অনুকূল আবহাওয়া সেই সঙ্গে আলু বীজ, সার ও কীটনাশকের সহজলভ্যতা এবং রোগবালাই দেখা না দেয়ায় রংপুরেও আলুর ফলন ভালো হয়েছে।  মৌসুমের শুরুতেই ১শ কেজি আলু বিক্রি হচ্ছে ৯শ থেকে ১ হাজার টাকায়। কৃষি কর্মকর্তা জানান, কৃষক লাভবান হলে আগামী মৌসুমে আবাদ আরো বাড়বে
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি