ঢাকা, শুক্রবার   ০৮ নভেম্বর ২০২৪

ঠাকুরগাঁওয়ে জিংক সমৃদ্ধ ধানের চাষ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৮, ২৯ মে ২০২৪

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় বায়োফর্টিফাইড জিংক সমৃদ্ধ বঙ্গবন্ধু ধান একশ’র উপর কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার বিকালে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের রণহাট্টা গ্রামের কৃষক ও কৃষাণীদের নিয়ে এ মাঠ দিবস করা হয়। 

এসময় ডাঙ্গীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান হাবীব চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মাঠ দিবসের উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিপুর উপজেলার কৃষি কর্মকর্তা রুবেল হুসেন।

মাঠ দিবসে কৃষকদের জিংক ধান চাষে উদ্বুদ্ধ করতে উপস্থিত অতিথিগণ মানবদেহে জিংকের গুরুত্ব, বঙ্গবন্ধু ধান একশ’ উৎপাদন প্রক্রিয়া, ফলন, কৃষকদের প্রযুক্তি বিস্তার, রোগ বালাইসহ নানা দিক তুলে ধরে বক্তব্য দেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে আরডিআরএস বাংলাদেশের পক্ষে টেকনিক্যাল কৃষি কর্মকর্তা শাহীনূর ইসলাম বলেন, জিংক সমৃদ্ধ ধানের উৎপাদন নিশ্চিত করতে ও কৃষক পর্যায়ে মানসম্পন্ন ধানের বীজের সরবরাহ এবং উৎপাদিত ধান সংগ্রহ করে মিলারের মাধ্যমে চাল স্থানীয় বাজারে সহজলভ্য করার লক্ষ্য ছাড়াও মানুষের দেহে পুষ্টির ঘাটতি পুরণের ক্ষেত্রে আরডিআরএস বাংলাদেশ হারভেষ্টপ্লাসের সদস্যরা কাজ করে যাচ্ছেন।

এর আগে ওই গ্রামের প্রদর্শনী প্লটের এক কৃষকের জমির ধান কর্তন ও মাড়াই করে ফলন পরীক্ষা করা হয়।

রিয়েক্টস ইন প্রকল্পের মাধ্যমে ও হারভেষ্টপ্লাসের সহযোগীতায় আরডিআরএস বাংলাদেশ এই মাঠ দিবসের আয়োজন করে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি