ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে দুইদিনে ৪ জনের মৃত্যু, আহত ৯

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ০৮:২৮, ২৬ সেপ্টেম্বর ২০২৪

ঠাকুরগাঁওয়ে আবারও বজ্রপাতে কালাম মিয়া (৪৫) নামের আরও এক জনের মৃত্যু হয়েছে। 

বুধবার বেলা ১২ টায় সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গুঞ্জরগড় গ্রামে এঘটনা ঘটে। নিহত কালাম ওই গ্রামের জালাল উদ্দীনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কালাম বুধবার সকাল ১১ টার দিকে বৃষ্টির মাঝে জাল নিয়ে বাড়ির পাশে একটি বিলে মাছ ধরতে যায়। বেলা ১২টার দিকে বজ্রপাতের বিকট শব্দ হলে আশে পাশের লোকজন কালামকে মাটিতে পড়ে থাকতে দেখেন। তারা দ্রুত কালামকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

বজ্রপাতে নিহতের সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ।

উল্লেখ্য, এ নিয়ে গত দুইদিনে ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ জনে। এর আগে গত মঙ্গলবার সকালে বজ্রপাতে গড়েয়ায় শুখানপুকুরী ইউনিয়নের লাউথুতি গ্রামে দুইজন এবং বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের কালিবাড়ী গ্রামে একজন নিহত এবং উভয়স্থানে আহত হয় আরও জন।

এসবি/ 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি