ঢাকা, মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪

ঠাকুরগাঁওয়ে বিএসএফ’র গুলিতে ছেলে নিহত, বাবাসহ আহত ২

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৪, ৯ সেপ্টেম্বর ২০২৪

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কান্তিভিটা সীমান্তে বিএসএফের গুলিতে জয়ন্ত কুমার সিংহ (১৫) নামে বাংলাদেশী এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় তার বাবাসহ দুইজন আহত হয়েছেন৷ 

আজ সোমবার (৯ সেপ্টেম্বর) ভোরের দিকে উপজেলার ধনতলা ইউনিয়নের কান্তি ভিটা সীমান্ত এলাকার মেইন পিলার ৩৯৩-এর পাশ দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি চালায়। 

এসময় কিশোর জয়ন্ত ঘটনাস্থলে মারা যায়।  আহতরা কোন রকমে বাংলাদেশ সীমান্তে পালিয়ে আসে। পরে বিএসএফ নিহত জয়ন্তের লাশ নিয়ে যায়।

জয়ন্ত উপজেলার ফকির ভিঠা গ্রামের মহাদেব কুমার সিংহের ছেলে। আহতরা জয়ন্তের বাবা মহাদেব কুমার সিংহ ও একই ইউনিয়নের নিটালডোবা গ্রামের দরবার আলীর ছেলে বাংঠু মোহাম্মাদ। 

বিষয়টি নিশ্চিত করেন বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির। তিনি বলেন, বিএসএফের গুলিতে একজন মারা যাওয়ার ঘটনা ঘটেছে। দুজন আহত হয়ে রংপুরে চিকিৎসাধীন রয়েছে। মরদেহ এখনও বিএসএফের কাছে রয়েছে। 

এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবি-ব্যাটালিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল তানজীর আহম্মদ জানান, মরদেহ ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি