ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫৮, ২৪ আগস্ট ২০১৯

ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় সড়ক দূর্ঘটনায় ১ জন নিহত হয়েছেন। এতে অন্তত ১৪ জন আহত হয়েছেন। শনিবার সকালে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের জগন্নাথপুর বি-আখড়া নামক এলাকায় একটি নৈশ কোচ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধ্বাক্কা খেলে এ ঘটনা ঘটে। 

নিহত ইউসুফ (৩৮) চাঁদপুর জেলার বাসিন্দা। তিনি ঐ নৈশকোচের চালকের সহকারী। আহতদেরকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা ঠাকারগাঁওগামী নৈশ কোচ তাজ পরিবহন সকাল সাতটার দিকে ঠাকুরগাঁও জেলা বনবিভাগ কার্যালয়ের সামনে এসে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খায়। এতে কোচটি উল্টে গেলে কমপক্ষে ১৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পর ইউসুফ মারা যান। এ ঘটনায় ঠাকুরগাঁও, দিনাজপুর ও রংপুর মহাসড়কে দুই ঘন্টা যান চলাচল বন্ধ থাকে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালিয়েছে। 

এমএস/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি