ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

ঠাকুরগাঁওয়ের খামারীরা গরু মোটাতাজাকরণে ব্যস্ত(ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৩, ৯ আগস্ট ২০১৮

কোরবানি ঈদের আগে ঠাকুরগাঁওয়ের খামারীরা গরু মোটাতাজাকরণে ব্যস্ত সময় কাটাচ্ছেন। গো-খাদ্যের দাম উর্ধ্বমুখী হলেও ভারতীয় গরু আমদানী না হলে এবার ভালো মুনাফা করবেন বলে আশা করছেন খামারীরা। প্রাকৃতিক উপায়ে গরু মোটা-তাজা করতে খামারীদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে জেলার প্রাণী সম্পদ বিভাগ।

ব্যস্ততা বেড়েছে ঠাকুরগাঁওয়ের পাঁচ উপজেলার ছোট বড় প্রায় ৫০ টি খামারের মালিক ও কর্মীদের। গরু মোটাতাজা করতে দেয়া হচ্ছে খৈল, ভূষিসহ বাড়তি খাবার। পশু সুস্থ্য রাখতে দেয়া হচ্ছে ভ্যকসিনও।

তবে পশু খাদ্যের দাম বেড়ে যাওয়ায় এবার কমেছে প্রায় ২০টি খামার। স্বল্প সুদে ব্যাংক ঋণের ব্যবস্থা করা হলে সামনে খামারের সংখ্যা ও দেশী গরুর আমদানী বাড়বে বলে জানান খামার মালিকরা।

কোরবানীর ঈদ ঘিরে জেলায় গরু মোটাতাজা করতে খামারীদের পরামর্শ দিচ্ছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা।

এবার কোরবানী ঈদে প্রাকৃতিক উপায়ে পশু মোটাতাজাকরণ করায় এখানকার পশুর চাহিদা বাড়বে বলে মনে খামারীরা। 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি