ড. ইউনূসকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান সারজিস
প্রকাশিত : ১৬:০১, ২৯ মার্চ ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক পোস্টে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান বলে জানিয়েছেন। শনিবার (২৯ মার্চ) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই আকাঙ্ক্ষা ব্যক্ত করেন।
সারজিস আলম তার পোস্টে লিখেছেন, "প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের মতো একজন রাষ্ট্রনায়ককে পাঁচ বছরের জন্য বাংলাদেশের নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে।"
উল্লেখ্য, গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ত্যাগ করেন। এরপর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন নোবেল বিজয়ী ড. ইউনূস।
ড. ইউনূস ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। ২০০৬ সালে ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসা ধারণার জন্য তিনি নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামে ১৯৪০ সালের ২৮ জুন জন্মগ্রহণ করেন ড. ইউনূস। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম এবং কংগ্রেসনাল গোল্ড মেডেলসহ অসংখ্য আন্তর্জাতিক সম্মাননা পেয়েছেন।
এনসিপি নেতার এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সূত্রপাত করেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। তবে ড. ইউনূসের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
আরও পড়ুন