ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

‘ড. ইউনূসের বাপ আসলেও এখন কোনো রোগীর চিকিৎসা হবেনা’

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩২, ১২ অক্টোবর ২০২৪ | আপডেট: ১৬:৩৯, ১২ অক্টোবর ২০২৪

জরুরি বিভাগে রোগী দেখতে অনিহা প্রকাশ করেন চিকিৎসক। অনুরোধ করতে গেলে ক্ষিপ্ত হয়ে কর্তব্যরত ওই চিকিৎসক বলেন, এই মুহূর্তে ড. ইউনূসের বাপ আসলেও এখন কোনো রোগীর চিকিৎসা হবেনা।

শুক্রবার দিবাগত রাত ১০টা ৫০ মিনিটে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।

গুরুতর অসুস্থ এক রোগীকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নুরুন্নবী বলেন, ‘এই মুহূর্তে ড. ইউনূসের বাপ আসলেও এখন কোন রোগীর চিকিৎসা হবেনা। আধা ঘণ্টা পরে চিকিৎসা দেওয়া হবে। বিএনপির কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম খান আমার মামা হয়। অনলাইনে সার্স দিয়ে দেখ ওনি কে?’

তিনি অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকেন এবং উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে ভয় দেখান। পাশাপাশি বলেন, ছবি তুলে নিউজ করে আমার কি করতে পারিস কর দেখি।

জানা যায়, গতকাল স্থানীয় সাংবাদিক মতলুব হোসেন অসুস্থ হলে তার স্বজন, সাংবাদিকরা তাকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে গুরুতর অসুস্থ আরও অনেক রোগী থাকলেও ডাক্তারের কোন দেখা মেলেনি। সকল রোগীর স্বজনরা ডাক্তারের সন্ধানে ছোটাছুটি করছিলেন।

এ সময় জরুরি বিভাগের ভেতর ডাক্তারের রুমের সামনে গিয়ে সাংবাদিক রফিকুল ইসলাম রফিক ও সেলিম হোসেন সালাম দিয়ে রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য অনুরোধ করলে ডা, নুরুন্নবী ক্ষিপ্ত হয়ে অসৌজন্যমূলক আচরণ করেন। তা দেখে বেশকিছু রোগীর স্বজনরা ভয়ে চিকিৎসা না নিয়েই হাসপাতাল থেকে চলে যান। 

খবর পেয়ে জেলার সাংবাদিকরা এসে ঘটনার তিব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে ওই ডাক্তারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিসহ তার অপসারণ চান।

বিষয়টি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ সরদার রাশেদ মোবারক জুয়েলকে জানানো হলে তিনি দুঃখ প্রকাশ করেন এবং ওই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি