ড. রহমত উল্লাহকে বাদ দিয়ে ঢাবি শিক্ষক সমিতির শোক দিবসের আলোচনা
প্রকাশিত : ১৯:১৪, ১৬ আগস্ট ২০২২
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আলোচনা সভা সোমবার (১৫ আগস্ট) বিশ্ববিদ্যালয় ক্লাবের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষক সমিতির সম্পাদক নিজামুল হক ভুঁইয়ার সঞ্চালনায় শোক দিবসের এ আলোচনা সভায় আলোচনা করেন অধ্যাপক সাদেকা হালিম, অধ্যাপক সাবিতা রেজওয়ানা চৌধুরী, অধ্যাপক গোলাম রাব্বানি, অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার সহ অনেকে। আলোচনা সভায় বক্তারা পনেরো আগস্ট যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু একটি অসাম্প্রদায়িক, উন্নত ও সাম্যবাদী বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। মুক্তিযুদ্ধের পক্ষের সরকারের নেতৃত্বে দেশ উন্নয়নের পথে এগিয়ে গেলেও ধর্মান্ধতা ও সাম্প্রদায়িকতা বাড়ছে। তারা বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের কাঙ্খিত বহুত্ববাদী ও অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার আহ্বান জানান, যে বাংলাদেশে সকল মানুষের জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিত্সা ও নিরাপত্তা নিশ্চিত হবে।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির শোক দিবসের আলোচনা সভায় মোশতাকের প্রতি শ্রদ্ধা নিবেদনকারী শিক্ষককে নিয়ে অচলাবস্থা তৈরি হয়।
তাকে নিয়ে বাক বিতণ্ডা শুরু হলে শিক্ষক সমিতির সম্পাদক অধ্যাপক নিজামুল হক ভুঁইয়া সন্ধ্যা পৌনে সাতটার দিকে সভায় পনেরো মিনিট বিরতি দেন। বিরতির সময়ে সভায় উপস্থিত শিক্ষক সমিতির নির্বাহী কমিটির পাঁচ জন সদস্যের মধ্যে চার জন একটি সভা করে ড. রহমত উল্লাহর সভাপতিত্বে সভা করা ঠিক হবে না বলে সিদ্ধান্ত নেন। এটি সাধারণ শিক্ষকদের জানানোর পরে সম্পাদক নিজামুল হক ভুঁইয়া শিক্ষক সমিতির ব্যানার নামিয়ে ফেলতে বলেন।
পরে সাধারণ শিক্ষকদের দাবির প্রেক্ষিতে শোক দিবসের আলোচনা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য যে, গত সতেরো এপ্রিল মুজিব নগর দিবসের আলোচনা সভায় ড. রহমত উল্লাহ খন্দকার মোশতাক আহমেদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেন। এ কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট ড. রহমত উল্লাহকে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কাজ থেকে অব্যাহতি প্রদান করে। শিক্ষকরা ভেবেছিলেন ড. রহমত সভয় আসবেন না। কিন্তু তিনি আসাতে সাধারণ শিক্ষকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। তারা ড. রহমত উল্লাহর সভাপতিত্বে শোক দিবসের আলোচনা সভায় অংশ নিতে অস্বীকার করেন।
এসি
আরও পড়ুন