ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

ড. কামালের বাসায় ত্রিপক্ষীয় বৈঠক রাতে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৪, ১১ অক্টোবর ২০১৮ | আপডেট: ১২:৪০, ১১ অক্টোবর ২০১৮

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসায় বৃহস্পতিবার রাতে বসবেন বিএনপি, যুক্তফ্রন্ট এবং জাতীয় ঐক্য প্রক্রিয়ার শীর্ষ নেতারা। অভিন্ন রূপরেখা ও কর্মসূচি চূড়ান্তে এ বৈঠকে বসবেন তারা। আবদুল মালেক রতন এসব তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল বুধবার তারা বৈঠক করে একটি খসড়া তৈরি করেন, যা আজ রাতের বৈঠকে চূড়ান্ত হবে। এদিন রাতে আন্দোলনের কর্মসূচিও ঠিক করবেন তারা। এর পর সংবাদ সম্মেলন বা সমাবেশ থেকে দেশবাসীর সামনে উপস্থাপন করা হবে।

আবদুল মালেক রতন বলেন, আমাদের দাবি-দাওয়া প্রায় অভিন্ন। এ অবস্থায় আমরা দাবি ও লক্ষ্য ঠিক করে একসঙ্গে আন্দোলনে নামব।

জানা যায়, নির্বাচন-পরবর্তী লক্ষ্য নির্ধারণ, জোটের নাম এবং কর্মসূচি চূড়ান্ত করার কথা রয়েছে এ বৈঠকে। এজন্য জোটের একাধিক নাম বিবেচনায় রাখা হয়েছে। এছাড়া আন্দোলনের শক্তি বাড়াতে জামায়াতে ইসলামী বাদে বিএনপির জোটে থাকা বাকি দলগুলোকে বৃহত্তর এ জোটে যুক্ত করা হবে।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি