ড. তোফিক এম সেরাজ আর নেই
প্রকাশিত : ১১:৫২, ২১ জুন ২০১৯ | আপডেট: ১১:৫৫, ২১ জুন ২০১৯
বাংলাদেশের অন্যতম প্রথিতযশা প্রকৌশলী, টেনিস ফেডারেশনের সাবেক সভাপতি, রিহ্যাবের প্রতিষ্ঠাতা সভাপতি, শেলটেকের ব্যবস্থাপনা পরিচালক ড. তৌফিক এম সেরাজ (৬৩) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।
বৃহস্পতিবার রাতে স্পেন যাবার পথে বিমানের মধ্যেই তার হার্ট অ্যাটাক হয়। এরপর কাতারে জরুরি অবতরণ করে বিমান। সেখানেই তিনি ইন্তেকাল করেন।
ড. তৌফিকের সাথে ছিলেন তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু (গভ: ল্যাবরেটরী স্কুল, ঢাকা কলেজ ও বুয়েটের সহপাঠী) এনভয় ও শেলটেকের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ।
তার ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, দু’একদিনের মধ্যে ড. তৌফিকের লাশ দেশে ফেরত আনা সম্ভব হবে।
বহুমুখী প্রতিভার অধিকারী ড. তৌফিক তার মা, দুই মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।