ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘ডন থ্রি’তে চমকের অপেক্ষা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০২, ৯ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

বলিউড কিং খান আর পরিচালক ফারহান আখতার। এবার তারা নিয়ে আসছে ‘ডন’নতুন সিক্যুয়াল। স্ক্রিপ্ট লেখার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। খুব শিঘ্রই তা শাহরুখকে শোনানো হবে। তবে, শাহরুখের বিপরীতে কে থাকছেন, তা এখনও জানা যায়নি। এদিকে বলিউড সূত্রে জানা গেছে, সিনেমাতে নতুন একজন নায়িকা নাকি প্রিয়াঙ্কা চোপড়ার স্থলাভিষিক্ত হচ্ছেন।

এর আগে বলিউডে গুঞ্জন উঠেছিল, ‘ডন ৩’-এ প্রিয়াঙ্কা চোপড়ার বদলে আসছেন দীপিকা পাডুকোন। তবে, এ বিষয়টি সম্পূর্ণ উড়িয়ে দিয়ে সিনেমাটির প্রযোজক রিতেশ সিধওয়ানি বলেন, এমন কোনো সম্ভাবনা নেই।

বলিউডের বাণিজ্য বিশ্লেষক রমেশ বালা ট্যুইটারে লেখেন, শাহরুখ খানের ‘ডন ৩’-এর কাজ আগামী বছর শুরু হবে। সিনেমাটির বেশির ভাগ অংশ দুবাই ও আবুধাবিতে শুটিং হবে। এতে শাহরুখের বিপরীতে নতুন কোনো মুখ দেখা যাবে। সবার অপেক্ষা এখন ‘ডন ৩’-এর জন্য।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে ‘ডন’ ও ‘ডন ২’র প্রযোজক-পরিচালক ফারহান আখতার বলেন, ‘আমি অবাক হই যখন দেখি ডন সিনেমাটিকে ঘিরে দর্শকদের আগ্রহের কোনো সীমা নেই। আমি তাদের আশার মূল্যায়ন করব। তাদের হতাশ হতে দেব না।’

সূত্র : এনডিটিভি

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি