ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ডা. জাকিয়া মুন মাহা নায়িকা থেকে নেত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৮, ২৫ ডিসেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

অতি সম্প্রতি আলোচনায় আসা গত ঈদে মুক্তি পাওয়া চলচ্চিত্র 'পাপ' ছবির নায়িকা জাকিয়া মাহা, নায়িকা থেকে নেত্রী হয়েছেন। তিনি বাংলাদেশ মেডিকেল থেকে চিকিৎসা শাস্রে পাশ করেন। বিসিএস এ সুপারিশ পাওয়া মুন  নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকেও এমপি এইচ করেছেন। 

সৈকত নাসিরের পরিচালনায় "পাপ" ছবিতে চিত্রনায়িকা হিসেবে অভিনয় করে ব্যাপক আলোচনায় এসেছেন তিনি। বাংলাদেশ মেডিকেলে পড়াশোনা কালীন জাকিয়া মুন ছাত্রলীগের নেত্রী ছিলেন। পাশাপাশি ভারতের মিস অদ্বিতিয়ায়  চ্যাম্পিয়ন হন। বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রির আইকন হিসেবে পরিচিত তিনি। পেয়েছেন সাউথ এশিয়ান ফ্যাশন আইকন পুরস্কার।

নাটক, টেলিফিল্ম, চলচ্চিত্র করেছেন অনেকগুলো। অপূর্ব, জোভান, আফরান নিশো, শাশ্বত সহ অনেক নায়কের সাথে অভিনয় করেছেন । লেখেন গল্প, চিত্রনাট্য ও গান। তার লেখা গানে কন্ঠ দিয়েছেন হালের জনপ্রিয় সংগীত শিল্পী তাহসান। তার লেখা গল্প থেকে তিন পর্বের নাটক 'ডেক্সট্রো কার্ডিয়া' প্রচার হয় ভালোবাসা দিবসে চ্যানেল আইতে। মা জহুরা খাতুন একজন বিশেষজ্ঞ ডাক্তার বাবা ছিলেন ব্যবসায়ী নেতা হজী কামাল। দাদী নুরজাহান বেগম ছিলেন বঙ্গবন্ধুর স্নেহধন্য অবিভক্ত বিক্রমপুরের আওয়ামী লীগের নেত্রী। সেই ধারাবাহিকতায় তিনি রাজনীতি শুরু করেন। তার রক্তে মিশে আছে রাজনীতি।  নি

এখন নির্বাচনে, মুন্সীগ্জ-১ আওয়ামী লীগ প্রার্থী মহিউদ্দিনের পক্ষে নৌকার পক্ষে ক্যাম্পেইন করছেন, ভোট চাইছেন। লক্ষ্য সংরক্ষিত আসনে সংসদ সদস্য হওয়া। তিনি জানালেন, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের গ্রীন সিগনাল আছে। ড. জাকিয়া কামাল মুন সকলের দোযাপ্রার্থী।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি