ডা. জাফরউল্লাহর দুঃখ প্রকাশ (ভিডিও)
প্রকাশিত : ১৭:১৩, ১৩ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৭:২৭, ১৩ অক্টোবর ২০১৮
সেনাপ্রধানকে নিয়ে টেলিভিশনের টকশোতে বিরূপ মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন ডা. জাফরউল্লাহ চৌধুরী। বিএনপিপন্থি এই বুদ্ধিজীবী বলেন- জেনারেল আজিজ আহমেদ কখনো চট্টগ্রামের জিওসি বা কমানডেন্ট ছিলেন না। তাঁর বিরুদ্ধে কখনো কোর্টমার্শালও হয়নি। অসাবধানতাবশত এসব তথ্য বক্তব্যে এসেছে।
৯ অক্টোবর রাতে সময় টিভির টকশোতে ২১শে আগস্ট গ্রেনেড হামলা নিয়ে কথা বলছিলেন ডা. জাফরউল্লাহ চৌধুরী। সেনাপ্রধানকে নিয়ে তাঁর এই বক্তব্যে অনেকেই হতভম্ব হয়ে পড়েন। বিএনপিপন্থি এই বুদ্ধিজীবী অবশ্য পরে উপলব্ধি করেন, এসব তথ্য সঠিক নয়। তাই আত্মপক্ষ সমর্থন করতে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে সংবাদসম্মেলন করেন তিনি।
ড. কামাল হোসেন ও বি চৌধুরীর ঐক্য প্রক্রিয়ার সঙ্গে যুক্ত এই পেশাজীবী বলেন- তাঁর বক্তব্যের তথ্য ও শব্দে বিভ্রাট ছিল।
কোনো ভয়ভীতি থেকে এই সংবাদসম্মেলন করছেন কি না, এই প্রশ্নের জবাবে তিনি বলেন--
গত দুই দিন গণমাধ্যমে বক্তব্য দিয়ে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের কাছে দু;খ প্রকাশ করেছেন বলেও জানান ডা. জাফরউল্লাহ চৌধুরী।
আরও পড়ুন