ডাক্তারদের রোষানলে মাশরাফি, তবুও দুঃখ প্রকাশ
প্রকাশিত : ২২:১৭, ৩০ এপ্রিল ২০১৯
নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা বৃহস্পতিবার বিকেলে আকস্মিকভাবে সদর হাসপাতাল পরিদর্শন করেন। পরিদর্শনে দেখতে পান, বিনা ছুটিতে চার চিকিৎসক অনুপস্থিত আছেন। পরে তাদের দায়িত্ব ও কর্তব্য পালনের তাগাদা দেন তিনি। সোশ্যাল মিডিয়ার বদৌলতে মাশরাফির ঝটিকা সফরের ঘটনাটি ভাইরাল হয়ে গেলে বিপরীতমুখী প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ডাক্তারদের রোষানলে পড়েন মাশরাফি বিন মর্তুজা। নানা রকম সমালোচনা করে অশালীন ভাষায় ফেসবুকে স্ট্যাটাস দিতে থাকে চিকিৎসকরা।
হাসপাতাল পরিদর্শনে গিয়ে দায়িত্ববোধের পরিচয় দিয়ে অশালীন সমালোচনা পরও উল্টা এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন নড়াইল-২ আসনের এমপি ও জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সেই সঙ্গে তিনি ডাক্তারদেরকে সমাজের আসল সুপারস্টার বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, আমার অভিযোগ ডাক্তারদের বিরুদ্ধে নয়, বরং আমার অভিযোগ ছিলো কর্তব্যে অবহেলাকারী একজনের বিরুদ্ধে।
সোমবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
মাশরাফি বিন মুর্তজা বলেন, আমি পার্সোনালি ওনাকে (ভুক্তভোগী ডাক্তারকে) সরি বলার জন্য ৫ বার ফোন দিয়েছি। এখনও সবার সামনে দুঃখ প্রকাশ করছি। ওনাকে ঐভাবে বলা আমার ঠিক হয়নি। আমি কিন্তু ডাক্তারদের স্যার বলি। কারণ ডাক্তাররা আসল সুপারস্টার। আমার আসলে শব্দ চয়নে আরও বেশি সতর্ক থাকা উচিৎ ছিল।
এমপি মাশরাফি বলেন, সমাজের বিত্তবান মানুষ তারা নড়াইলে ট্রিটমেন নিচ্ছে না। নড়াইলে ট্রিটমেন কারা করাচ্ছে? সমাজের একদম রুট লেভেলের মানুষরাই ট্রিটমেন্ট করাচ্ছে। আমাদের এরকম ৯০ পার্সেন্ট মানুষ আছে যাদের ১০ টাকা দিয়ে টিকিট কিনার সামর্থ্য নাই। ১০ টাকা দিয়ে ওষুধ কিনার সামর্থ্য নাই। আমাকে তো ওইটুক নিশ্চিত করতে হবে। এজন্যই তো আমি এখানে আসছি। আমি কি জন্য অন্যায়ের সঙ্গে আপস করবো?
এদিকে, মাশরাফি বিন মর্তুজাকে নিয়ে সমালোচনা ও অশালীন ভাষায় ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় চিকিৎসকদের কঠোর ভাষায় সমালোচনা করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। তিনি বলেন, শ্রদ্ধা-সম্মান আপনি কোনো দিন চেয়ে নিতে পারবেন না। এটা স্বয়ং আল্লাহতায়ালা দেন। ভুলেও ভাববেন না একজন সম্মানিত মানুষকে অসম্মানিত করে আপনি সম্মান পাবেন। একটা ঘটনা ঘটলে আপনারা এইভাবে অশ্লীল ভাষা ব্যবহার করেন কেনো। একজন মাশরাফি সৃষ্টি করতে পারবেন! জাতীয় দলের ক্যাপ্টেন সে। হতে পারবেন একজন জাতীয় ডাক্তার! হয়ে প্রমাণ করেন যে আপনি জাতীয় ডাক্তার তাই মাশরাফিকে নিয়ে কথা বলার যোগ্যতা রাখেন।
এ প্রসঙ্গে কনজিউমারস অ্যাসোসিয়েশর অব বাংলাদেশের (ক্যাব) প্রেসিডেন্ট ও দুদকের সাবেক চেয়ারম্যান গোলাম রহমান বলেন, মাশরাফি সঠিকভাবে দায়িত্ব পালন করেছেন। একজন এমপি হিসেবে এলাকার লোকজনের সমস্যা, হাসপাতালের সুযোগ-সুবিধা দেখা তার দায়িত্ব। সে হাসপাতাল পরিদর্শনে গিয়ে দায়িত্ববোধেরই পরিচয় দিয়েছেন। প্রশংসার কাজ করেছেন।
তিনি আরও বলেন, শুধু সরকারি চিকিৎসক নয়, যে কোনো সরকারি চাকরিজীবী বিনাছুটিতে কর্মস্থলে অনুপস্থিত থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। অনেকের এটা অভ্যাসে পরিণত হয়েছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। চার ডাক্তারকে ওএসডি করা হয়েছে। এটা কোনো শাস্তিমূলক ব্যবস্থা নয়। ওএসডি কোনো শাস্তি নয়। তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিৎ।
এসএইচ/