ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ডামি প্রার্থী দলের প্রয়োজনে কৌশলগত সিদ্ধান্ত: কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০০, ২৭ নভেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশে নির্বাচনের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে, বিক্ষিপ্ত বোমাবাজি করে এটা বন্ধ করা যাবে না। ডামি প্রার্থীর অনুমতি দলের প্রয়োজনে কৌশলগত সিদ্ধান্ত।

সোমবার (২৭ নভেম্বর) সকালে শহীদ ডা.আলম খান মিলন দিবসে মিলন চত্বরে শ্রদ্ধা নিবেদন করে এসব কথা বলেন তিনি। 

দিনটি উপলক্ষ্য শহীদ চত্বরে শ্রদ্ধা নিবেদন করা হয় আওয়ামী লীগের পক্ষ থেকে। শ্রদ্ধা জানানো হয় সহযোগী সংগঠনের পক্ষ থেকেও। 

পরে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ নয়, অপকর্মের জন্য বিএনপিই সঙ্গী খুঁজে বেড়াচ্ছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনের পক্ষে যে উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে, মনোনয়ন ঘোষণার পর সারাদেশে যেভাবে উপচেপড়া ঢল নেমেছে তাতে আমি বিশ্বাস করি এবার ভোটার টার্নআউটও খুব ভালো হবে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি রাজনৈতিক আন্দোলনে ব্যর্থ হয়েছে। ব্যর্থ হয়ে এখন তারা চোরাগোপ্তা, অলিগলি খুঁজে বেড়াচ্ছে। নাশকতা করে নির্বাচন পণ্ড করার চেষ্টা করছে। তাদের এ স্বপ্ন দুঃস্বপ্নই থেকে যাবে। 

তিনি বলেন, আমাদের সভাপতি যে গাইডলাইন দিয়েছেন তা ফলো করে ডামি প্রার্থী হতে বাধা নেই।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি