ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ডায়না হত্যাকাণ্ডে লাদেন গ্রেপ্তার, রহস্য উন্মোচন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৬, ৩১ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

রাজধানীর যাত্রাবাড়ির গোলাপবাগে তৃতীয় লিঙ্গের মাকসুদুর রহমান ওরফে ডায়না হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে হত্যায় জড়িত একজনকে।

বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ওয়ারী বিভাগের উপ-কমিশনার জিয়াউল আহসান তালুকদার জানান, ডায়না হত্যাকাণ্ডের মামলায় শেরপুর জেলার নালিতাবাড়ির সীমান্তবর্তী একটি গ্রাম থেকে লাদেনকে গ্রেফতার করা হয়েছে।

জিঞ্জাসাবাদে সে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

তিনি বলেন, “ডায়নার বাসাতে কাজ করতেন লাদেন। অর্থের বিনিময়ে তাদের মধ্যে শারীরিক সম্পর্কও হতো। হত্যাকাণ্ডের কিছু দিন আগে লাদেন বিয়ে করেন। বিয়ের পরও তাদের মধ্যে যৌনতা চলতো। তবে লাদেনের বিয়ে ও নতুন জীবনকে মেনে নিতে পারছিলেন না ডায়না। আর লাদেন চাচ্ছিলেন সম্পর্ক শেষ করে মুক্ত জীবনে ফিরতে। কিন্তু আর্থিকভাবে স্বাবলম্বী ডায়না ছাড়তেন না লাদেনকে। তিনি লাদেনের সঙ্গে শারীরিক সম্পর্ক চালিয়ে যাচ্ছিলেন। ”

পুলিশ কর্মকর্তা আরও বলেন, “লাদেন জানিয়েছেন যে- ১৬ আগস্ট শারীরিক সম্পর্কের একপর্যায়ে বাসার টেবিলে থাকা হাঁতুড়ি দিয়ে ডায়নার মাথায় আঘাত করেন তিনি। মাথায় ও হাঁটুতে উপর্যুপরি আঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে বের হয়ে বন্ধ মূল ফটক টপকে পালিয়ে যায় সে।”

এরপর দেশে থাকা ডায়নার ফুপাতো ভাই তার সঙ্গে যোগাযোগ করতে না পেরে পুলিশে খবর দেন।

গত ২৭ অক্টোবর রাজধানীর গোলাপবাগের বাসা থেকে মাকসুদুরের গলিত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে এ নিয়ে মামলা হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি