ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ডি.লিট সম্মাননা পাচ্ছেন অমিতাভ বচ্চন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৭, ৭ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনকে ডি.লিট সম্মাননা দিচ্ছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। ভারতের কোনো অঙ্গরাজ্যের বিশ্ববিদ্যালয় থেকে প্রথমবারের মতো ধরনের সম্মাননা পাচ্ছেন বিগ বি। মে নিজেদের বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে তাকে সম্মাননা দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়টির ভাইস চ্যান্সেলর সব্যসাচী বসু রায়চৌধুরী জানিয়েছেন, ‘অমিতাভ বচ্চনকে এই সম্মাননা দেওয়ার জন্য অনুমোদন পাঠানো হয়েছিল বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর পশ্চিমবঙ্গের গভর্নর কিশোরীনাথ ত্রিপাঠীর কাছে। তিনি অনুমোদন দিয়েছেন। চলচ্চিত্রে অসামান্য অবদান রাখার জন্য তাঁকে এই সম্মাননা দেওয়া হচ্ছে। সম্মাননা দেওয়া হবে বিশ্ববিদ্যালয়ের জোড়াসাঁকো ক্যাম্পাসে, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর বাস করতেন এবং শেষনিঃশ্বাস ত্যাগ করেছিলেন।’

জানা গেছে ‘পা’ তারকার সঙ্গে গায়ক পণ্ডিত অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়, লেখক নবনীতা দেবসেন এবং ভাস্কর যতীন দাসকেও সম্মাননা দেওয়া হবে।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি