ঢাকা, সোমবার   ২৭ জানুয়ারি ২০২৫

ডিআরইউ নির্বাচনের ভোটগ্রহণ চলছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৫, ৩০ নভেম্বর ২০২৪

উৎসবমুখর পরিবেশে পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনের ভোটগ্রহণ চলছে। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা এক হাজার ৭৪৪ জন।

শনিবার সকাল ৯টা থেকে রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউর নসরুল হামিদ মিলনায়তনে ভোটগ্রহণ করা হচ্ছে। চলবে বিকেল ৫টা পর্যন্ত। মোট ২০টি বুথে ভোট নেওয়া হচ্ছে।

নির্বাচন উপলক্ষ্য সকাল থেকে ডিআরইউ প্রাঙ্গণ ভোটার ও সাধারণ প্রার্থীদের পদচারণে মুখর। প্রার্থীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ভোটারদের কাছে ভোট চাচ্ছেন।

২০২৫ সালের কার্যনির্বাহী কমিটির এ নির্বাচনে মোট ২১টি পদের বিপরীতে চার জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। বাকি ১৭ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩১ জন।

এর মধ্যে সভাপতি পদে তিন জন, সাধারণ সম্পাদক পদে চার জন, সাংগঠনিক সম্পাদক পদে চার জন প্রার্থী রয়েছেন।

গত শুক্রবার ডিআরইউ এর ২৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

এমবি


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি