ঢাকা, বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪

ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেটের এন্ট্রি আহবান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৯, ১০ ফেব্রুয়ারি ২০১৮

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) নতুন আঙ্গিকে ‘সামিট-ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট-২০১৮’ আয়োজনের উদ্যোগ নিয়েছে। আগামী ০৫ মার্চ থেকে এই টুর্নামেন্ট শুরু হবে। এই উপলক্ষে গণমাধ্যম প্রতিষ্ঠানকে এ টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। প্রতিষ্ঠানটি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।

টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য আগামী ২০ ফেব্রুয়ারি মঙ্গলবারের মধ্যে ১০ সদস্যের (৮ জন খেলোয়াড় ১ জন কোচ ও ১ জন ম্যানেজার) তালিকা নিজস্ব প্রতিষ্ঠানের প্যাডে ডিআরইউ কার্যালয়ে জমা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।  

উল্লেখ্য, অংশগ্রহণকারী প্রতিটি দল ১ জন করে অতিথি খেলোয়াড় অন্তভূক্ত করতে পারবেন। তবে অতিথি খেলোয়াড়কে অবশ্যই ডিআরইউ’র সদস্য হতে হবে। মাঠে খেলবেন ৬ জন করে।

অংশগ্রহণকারী দলগুলোর প্রতিনিধিদের উপস্থিতিতে গ্রুপিং ও টিম চূড়ান্ত করা হবে। খেলোয়াড় তালিকার সাথে কোচ ও ম্যানেজারের মোবাইল নাম্বার এবং ই-মেইল আইডি অবশ্যই জমা দিতে হবে।

 উল্লেখ্য, ক্রিকেট প্রতিযোগিতায় ডিআরইউ সদস্য ব্যতিত কোনো খেলোয়াড় অংশ নিতে পারবেন না।

 

এমএইচ/টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি