ঢাকা, বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪

ডিআরইউর নির্বাচন চলছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৯, ৩০ নভেম্বর ২০২১ | আপডেট: ১৫:২৭, ৩০ নভেম্বর ২০২১

ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। ৩০ নভেম্বর (মঙ্গলবার) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে এ ভোট গ্রহণ চলবে। 

নির্বাচনে ২১ পদের দুটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রার্থীরা। বাকি পদের জন্য ৪১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

সভাপতি পদে পাঁচজন এবং সাধারণ সম্পাদক পদে পাঁচজন প্রার্থী রয়েছেন। সভাপতি পদের প্রার্থীরা হচ্ছেন- কবির আহমেদ খান, নজরুল ইসলাম মিঠু, রিয়াজ চৌধুরী, সাখাওয়াত হোসেন বাদশা, সৈয়দ শুকুর আলী শুভ। 

সাধারণ সম্পাদক পদের প্রার্থীরা হচ্ছেন- মসিউর রহমান খান, জামিউল আহসান সিপু, মো. মঈন উদ্দিন খান, নূরুল ইসলাম হাসিব, তোফাজ্জল হোসেন।

সোমবার সংগঠনের ২৬তম বার্ষিক সাধারণ সভা সেগুনবাগিচায় ডিআরইউ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রথম পর্বে প্রধান অতিথি ছিলেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। দ্বিতীয় পর্বের অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি